অবস্থান
চরএলাহী ইউনিয়ন ২৩.৪৪/ থেকে ২৩.৫৯/ ডিগ্রী অক্ষাংশ এবং ৮৮.৩৪/ থেকে ৮৮.৫৩/ দক্ষিন দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত।এটি বাংলাদেশের দক্ষিণাংশের নোখাখালী জেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের উত্তরে চরফকিরা ইউনিয়ন পূর্বে উড়ীরচর ইউনিয়ন ও মীরসরাই খানা, পশ্চিমে ধানশালিক ইউনিয়ন, দক্ষিনে চরক্লাক ও মোহাম্মদপুর ইউনয়ন।
চরএলাহীর মোট আয়তন - ১৪৪ বর্গকিলোমিটার।
উপজেলা ভিত্তিক আয়তন নিম্নরূপঃ
চর এলাহী ইউনিয়ন - ১৪৪ বর্গকিলোমিটার।
জনসংখ্যা - ৪০,০০০ প্রায়
পুরুষ - ২৫০০০ প্রায়
মহিলা - ১৫০০০ প্রায়
বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার = ১.৫%
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস